রাজশাহী নিউজ টুডে ডেস্ক:
গ্রীষ্মকালীন দলবদল শেষ হলো কাল রাতে। করোনাপরবর্তী বিশ্বে এবার দলবদলে খুব একটা ঝড় উঠবে না বলেই ধারণা করা হয়েছিল। হতভম্ব করে দেওয়ার মতো কোনো দলবদলের অঙ্ক শোনা যায়নি। স্টেডিয়ামে দর্শক না আসতে পারায় আর্থিকভাবে কঠিন সময় পার করেছে সবাই, তবে তাই বলে ক্লাব গুলো কম ব্যস্ত ছিল না।
দলবদলের বাজারে এবার ব্যস্ততা বেশি ছিল খেলোয়াড় ধার করায়। অনেক দলই ব্রাত্য হয়ে পড়া খেলোয়াড়দের বিক্রি করে দিতে চেয়েও পারেনি। ফলে ধারে পাঠাতে হয়েছে অনেককেই। আবার অনেক ক্লাবই পছন্দের খেলোয়াড় কিনতে চেয়েও পারেনি, তাই আপাতত ধার ও পরবর্তীতে কেনার শর্তে খেলোয়াড় নিয়েছে। এর মাঝেও কিছু ক্লাব দলবদলের অন্য ধরনের খেলায় জিতেছে, আর কেউ হেরেছে। কোনো খেলোয়াড় এই সুযোগটা কাজে লাগিয়ে উদ্ধার পেয়েছেন, কেউবা অনিচ্ছা সত্ত্বেও রয়ে গেছেন বর্তমান ক্লাবে।