বৃহস্পতিবার ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মূল্যবান গাছ কাটার মহোৎসব

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক

রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় চলছে গাছ কাটার মহোৎসব। বছরখানেকের মধ্যে দফায় দফায় গাছ কাটার ফলে ঐতিহ্যবাহী এ বিনোদন কেন্দ্রটি বিনোদনপ্রেমীদের কাছে গুরুত্ব হারাতে বসেছে। বেশ কয়েকটি স্থান ফাঁকা হয়ে গেছে। সর্বশেষ বুধবার থেকে আবারও গাছ কাটা শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জাতের বড় বড় মূল্যবান শতাধিক গাছ কাটা হয়েছে। তবে এর জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি। দরপত্র ছাড়াই গাছগুলো কাটছেন রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার রবিন নামের এক ব্যবসায়ী। গত তিন দিন ধরে গাছ কেটে নিয়ে যাচ্ছেন তিনি। ফলে চিড়িয়াখানায় বেড়াতে আসা দর্শনার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শহীদ এ এইচ এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত রাসিকের কর্মকর্তারা প্রায় আট লাখ টাকায় গাছগুলো বিক্রি করেছেন। দরপত্র ছাড়াই পানির দরে বিক্রি করা এসব গাছের টাকা সংশ্লিষ্টরা ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার এ জায়গাটি ব্রিটিশ আমলে ছিল ঘোড়দৌড়ের মাঠ। ঘোড়ার রেস ও টমটম বন্ধ হওয়ার পর এ রেসকোর্স ময়দান দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। শহরবাসীর বিনোদনের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য তৎকালীন মন্ত্রী শহীদ এ এইচ এম কামারুজ্জামান এখানে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা নির্মাণের উদ্যোগ নেন।

১৯৭২ সালে এর কার্যক্রম শুরু হয়। উদ্যানে মূল্যবান গাছের চারা রোপণ, ফুল গাছের কোয়ারি ও কুঞ্জ তৈরি, লেক ও পুকুর খনন, কৃত্রিম পাহাড় তৈরি অর্থাৎ সামগ্রিক কাজ ১৯৭৪ সালে শুরু হয় সে সময় এ উদ্যানে কিছু দু®প্রাপ্য বৃক্ষরোপণ করা হয়। সম্প্রতি সেসব গাছের কিছু কাটা পড়েছে নভোথিয়েটার নির্মাণের জায়গা করে দিতে।

 

বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতি রাসিকের সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান বলেন, পার্কে কিছু প্রবেশ করতে বা বের করতে হলে আমাকে জানাতে হবে। কিন্তু গাছ কাটার বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। আমি এ বিষয়ে কিছু জানি না।

গাছ কাটা প্রসঙ্গে ব্যবসায়ী রবিনের সঙ্গে যোগাযোগ করা হলেও এ নিয়ে তিনি রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। চিড়িয়াখানার উদ্ভিদতত্ত্ববিদ হেলেন খাতুন বলেন, বোটানিক্যাল গার্ডেনে সাধারণত সব বিরল প্রজাতির গাছ থাকতে হয়। এতো সাধারণ গাছ থাকার তো দরকার নেই। সে জন্য গাছগুলো কাটা হচ্ছে। তবে দরপত্র আহ্বান করা হয়েছে কিনা এ ব্যাপারে রাসিকের কর্মকর্তারা বলতে পারবেন বলে তিনি জানান।

চিড়িয়াখানা দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, গাছের ডালপালা কাটার জন্য বলা হয়েছে। গাছ তো কাটতে বলা হয়নি। আর এর জন্য কোনো দরপত্রও হয়েছে কিনা তাও আমার জানা নেই।

এই বিভাগের আরও খবর

জাতিসংঘ শরণার্থী সংস্থাকে সতর্ক করেছে সরকার

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন-সংক্রান্ত কোনও কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা তৈরি না করার জন্য জাতিসংঘ শরণার্থী সংস্থাকে সতর্ক করেছে সরকার। রোহিঙ্গাদের মঙ্গল-সংক্রান্ত বিষয়ে সরকারের সঙ্গে একটি

জামায়াত নিয়ন্ত্রিত ইসলামি সমাজকল্যাণ পরিষদের লিজ বাতিল

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন ডেস্ক চট্টগ্রামে জামায়াত নিয়ন্ত্রিত ইসলামি সমাজকল্যাণ পরিষদের লিজ বাতিল করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকালে নগরীর চকবাজার থানা এলাকায়

গাজীপুরে ভোট আজ, স্টেজ রিহার্সেল ইসির

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন রাত পোহালেই গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন

ড. ইউনূসের কর ফাঁকির তিন মামলার রায় ৩১ মে

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন ডেস্ক আয়কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি মামলার শুনানি শেষে

মোংলা-চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতীয় পণ্য পরিবহন: কত মাশুল পাবে বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পরিবহনে ভারতকে কী পরিমাণ মাশুল দিতে হবে তা জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের জাতীয়

বাসা থেকে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, লাশ ফেলা হয় পুকুরে

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন সাভারের আশুলিয়ায় ফারাবি আহমেদ হৃদয় (২১) নামের এক কলেজছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে তার তিন বন্ধু মিলে হত্যা করে বলে জানিয়েছে র‌্যাব।

%d bloggers like this: