স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডে বব উইলিস ট্রফির ফাইনালে সমারসেটের বিপক্ষে শিরোপা জিতে লর্ডসের বারান্দায় উল্লাসে মেতে উঠেন এসেক্সের ক্রিকেটাররা।
এসেক্সে জন্ম নেয়া ২১ বছর বয়সী মুসলিম ক্রিকেটার ফিরোজ খুশির ওপর মদ ঢেলে দেয়াটা ভালো চোখে নেননি অনেকেই। পূর্ব লন্ডনে জাতীয় ক্রিকেট লিগের প্রতিষ্ঠাতা সাজিদ প্যাটেল সমালোচনা করে বলেছেন, ফিরোজ খুশির ওপর অ্যালকোহল জাতীয় পদার্থ ঢালার ছবিটা নারকীয় দৃশ্য।
এমন সমালোচনার পর এসেক্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আলাদা আলাদা ধর্মের ক্রিকেটাররা একই ক্লাবে খেলছেন। খেলায় জাতিগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক পার্থক্য নিয়ে খেলোয়াড়দের সচেতন করতে আমাদের আরও কাজ করতে হবে।
সাজিদ প্যাটেলের দাবি, এর সঙ্গে জড়িত খেলোয়াড়কে জিজ্ঞাসা করতে হবে। সাংস্কৃতিক বিষয়ে খেলোয়াড়দের আরও সচেতন করা উচিত। এসেক্সের শিরোপা জয় দেখাটা দারুণ ব্যাপার কিন্তু একই সঙ্গে এটা দেখাও ভীতিকর।