অনলাইন ডেস্ক:
মুন্সীগঞ্জ লৌহজং উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্ধ কোটি টাকা বিতরণ করা হয়েছে। পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী তিন ক্যাটাগরিতে ৫০ হাজার, ৬০ হাজার ও ৭৫ হাজার টাকা করে পরিবারগুলোর হাতে চেক তুলে দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি।
লৌহজং উপজেলা মিলনায়তনে মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে এই আয়োজনে ইউএনও আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন ও রিনা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার।
আরও উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী,বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, গাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির,আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ঢালী, মনির হোসেন মরণ মাস্টারসহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন নেতৃবৃন্দ।