নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষ উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কুড়িগ্রাম রিজিয়নের আয়োজনে রৌমারী উপজেলার বিভিন্ন ঈদগাহ ময়দানে ৩০০ টি ফলদ এবং ৩০০টি বনজ ও ঔষধি গাছের রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে এর উদ্বোধন করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন। উপজেলা পরিষদ অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স’র মাধ্যমে সংযুক্ত থেকে বিএমডিএর কার্যক্রম অবহিত করেন, বিএমডিএ এর চেয়ারম্যান ড.আকরাম হোসেন চৌধুরী। মন্ত্রী সোলার সেচ যন্ত্র স্থাপনের পাশাপাশি পাকা রাস্তা নির্মাণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। চর অঞ্চলের উন্নয়নকে আরো বেগবান করার জন্য নতুন প্রকল্প প্রনয়নের জন্য নির্দেশনা প্রদান ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ইআরআইপি হাবিবুর রহমান, খানরৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ্, রৌমারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, কুড়িগ্রাম রিজিয়নের নির্বাহী প্রকৌশলী এ কে এম মশিউর রহমান এবং উলিপুর জোনের সহকারী প্রকৌশলী আবু মুসাঈদ মাসরুর।