রাজশাহী নিউজ টুডে ডেস্ক:
ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিও বৈশ্বিক করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কা সামলাতে বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করেছে।
বিধিনিষেধগুলোর মধ্যে রয়েছে রাজধানী বার্লিনে রাত ১১টা থেকে সকাল ৬টা, বাণিজ্যিক নগরী রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বার, রেঁস্তোরা বন্ধ রাখা। পারিবারিকভাবে ২ থেকে ৫ জনের বেশি চলাচল না করা। উন্মুক্ত জায়গায় ২৫ জনের বেশি জড়ো না হওয়া। পারিবারিকভাবে ১০ জনের বেশি জড়ো না হওয়া। এছাড়ও ছাড়াও মাক্স ব্যাবহারসহ স্বাস্থবিধি না মানলে ৫০ থেকে ২৫ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে।
আরও পড়ুন: রেকর্ড পারিমাণ প্রবাসী আয়ে চাঙা হচ্ছে অর্থনীতি (ভিডিও)
এই বিধিনিষেধে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে সেখানকার মানুষের। নতুন এই সিদ্ধান্তে দুঃশ্চিন্তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। কেননা এই সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন করে কর্মহীন হয়ে পড়বে প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে, দেশটিতে গত একদিনেই আক্রান্ত হয়েছে তিন হাজারের উপরে, মারা গেছে চার জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৫৪২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৭৩ হাজার ৭০০ জন, মারা গেছে ৯ হাজার ৬৭৮ জন।