চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে করতে নেমে মাসুদ রানা (২১) নামে পলিটেকনিক ইন্সটিটিউটের এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত মাসুদ রানার বাড়ি হচ্ছে- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া কলেজপাড়ায়। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক বিভাগের ৭ম বর্ষের ছাত্র এবং সে পুরাতন সিএন্ডবি ঘাট এলাকায় এক ছাত্রাবাসে ভাড়া থাকতো।
সোমবার বেলা ১১টার সময় ডুবে যায় মাসুদ রানা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৫টার দিকে মহানন্দা নদীর বারঘরিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।