অনলাইন ডেস্ক
বিশ্বে কার্যকর কোনো ভ্যাকসিনের ব্যবহার সহজলভ্য হওয়ার আগেই প্রাণঘাতী এই ভাইরাসে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে। সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার না হলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ইউরোপের করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, বিশাল এলাকায় করোনা ভয়ংকরভাবে বেড়েই চলেছে। এ বিষয়ে ইউরোপীয় দেশগুলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
এদিকে বিশ্বে গেল ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ১৭ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ লাখ ৯৪ হাজারের বেশি। যুক্তরাজ্য ও ফ্রান্সে একদিনে রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হয়েছে। ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন, প্রথম ধাপের টিকা পুরোপুরি সুরক্ষা দেবে না। খবর বিবিসি ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।
বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৭ হাজার ৪৩৩ জন। মারা গেছেন ৯ লাখ ৯৪ হাজার ৩৫৭ জন। অবস্থা আশঙ্কাজনক ৬৩ হাজার ৯৩০ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৪২ লাখ ১ হাজার ২৪ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৯৯২, মৃত্যু হয়েছে ৫ হাজার ৮১৮ জনের।
বিশ্ব তালিকায় শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৭২ লাখ ৪৫ হাজার ৭২৫ জন। দেশটিতে মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৪৪৫ জন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট রোগী ৫৯ লাখ ৮ হাজার ৭৬০ জন, মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৪৪৭ জনের। বিশ্বে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৪৬ লাখ ৯২ হাজার ৫৮৬ জন, মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৭৮৩ জন। চতুর্থ স্থানে রাশিয়ায় মোট রোগীর সংখ্যা ১১ লাখ ৪৩ হাজার ৫৪৮ জন, মারা গেছেন ২০ হাজার ২২৫ জন।
৫২ ভাগ মৃত্যু কমায় ভিটামিন ডি : বস্টন ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আছে, সংক্রমণ থেকে তাদের মৃত্যুহার শতকরা ৫২ ভাগেরও কম।
যুক্তরাজ্য ও ফ্রান্সে রেকর্ড সংক্রমণ : যুক্তরাজ্য ও ফ্রান্সে ফের বাড়ছে সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ফ্রান্সে নতুন করে ১৬ হাজার ৯৬ জন এবং যুক্তরাজ্যে ৬ হাজার ৬৩৪ জন রোগী শনাক্ত করা হয়েছে।
প্রথম ধাপের টিকা পুরোপুরি সুরক্ষা দেবে না : ব্রিটিশ সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারা জানিয়েছেন, করোনার টিকা প্রথম ধাপে মানুষকে পুরোপুরি সুরক্ষা দিতে সক্ষম হবে না। তবে আক্রান্ত ব্যক্তির লক্ষণগুলো প্রশমন করবে। বিজ্ঞানীরা এ ব্যাপারে ব্রিটিশ মন্ত্রীদের সতর্ক করেছেন বলে জানিয়েছে দ্য টাইমস।