অনলাইন ডেস্ক:
ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানালেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওই বার্তায় তিনি বলেন, ‘আমি খুবই ভালো বোধ করছি।’
আক্রান্ত হওয়ার পর এই প্রথম শারীরিক অবস্থা নিয়ে বার্তা দিলেন ট্রাম্প।
তিনি বলেন, ব্যাপক সমর্থন দেওয়ায় সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই।
টুইটারে পোস্ট করা সংক্ষিপ্ত ভিডিওবার্তায় তিনি বলেন, আমি ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি। আমি মনে করি, আমি সুস্থ বোধ করছি। সবকিছু ভালোভাবে চলছে, আমরা এমনটাই নিশ্চিত হতে যাচ্ছি।
মেলানিয়াও সুস্থ বোধ করছেন বলে জানান যুক্তরাষ্ট্রের এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
উল্লেখ্য, করোনা সংক্রমিত হওয়ার পর ৭৪ বছরের ট্রাম্পের মৃদু জ্বর ও দুর্বলতাও দেখা দিয়েছে।