নিজস্ব প্রতিবেদক:
ভালো কাজের স্বিকৃতিস্বরুপ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার পবা থানার ওসি ও একজন সাব ইন্সপেক্টরকে পুরস্কৃত করেছেন। বৃহস্পতিবার সম্মাননা স্বরুপ তাদের নগদ অর্থ প্রদান করা হয়।
জানা গেছে, পবা থানার অফিসার ইনচার্জ শেখ গোলাম মোস্তফা ও সাব ইন্সপেক্টর মাহফুজুর রহমান ২৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এজন্য আরএমপি কমিশনার মো: আবু কালাম সিদ্দিক তাদের দুজনকে পুরস্কৃত করেন।
এসময় সহকারী পুলিশ কমিশনার শাহমখদুম বিভাগ মীর মহসিন মাসুদ রানা উপস্থিত ছিলেন।
ভালো কাজের এই স্বীকৃতি আরএমপির অন্যান্য থানার কর্মকর্তাদের উৎসাহিত করবে বলে মনে করেন সচেতনমহল।