রাজশাহী নিউজ টুডে ডেস্ক:
বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যাচেলর সালমান খান। বয়স ৫৪ বছর পার করলেও এখনো বসেননি বিয়ের পিঁড়িতে। জ্যোতিষী বলছেন, ভবিষ্যতেও বিয়ের সম্ভাবনা নেই এই তারকার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সালমান খানের জনপ্রিয় ও বিতর্কিত টিভি শো বিগ বসের ১৪তম মৌসুমের প্রিমিয়ারে প্রতিযোগীদের পরিচয়পর্বে সালমান খান জ্যোতিষী পণ্ডিত জনার্দনের কাছে জানতে চেয়েছেন, ভবিষ্যতে তার বিয়ের সুযোগ রয়েছে কিনা।
সালমানের প্রশ্নে জ্যোতিষী বলেছেন, ভবিষ্যতে তেমন কোনো সম্ভাবনা নেই। জ্যোতিষীর উত্তর শুনে সালমান হেসে বললেন, বাহ, বিয়ের সব সম্ভাবনা এখনই শেষ।
বলিউড সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় শনিবার (৩ অক্টোবর) শুরু হয়েছে ভারতের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ১৪তম আসর।