বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার চারশত বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পৌরসভা কার্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ১০ কেজি করে চাউল বিতরণ করেন মেয়র আব্দুল মালেক মন্ডল। উজান থেকে নেমে আসা বন্যার পানি আর দীর্ঘ দিনের টানা বর্ষনের ফলে চলমান দ্বিতীয় ধাপের বন্যায় উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের সাথে বন্যা কবলিত হয়ে পড়ে ভবানীগঞ্জ পৌরসভার বেশ কিছু এলাকা। ওই সকল এলাকার বাড়ি-ঘর সহ ফসল এবং মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘরে প্রচুর পরিমানে পানি থাকায় এবং কাজ করতে না পেরে চরম খাদ্য সমস্যার মধ্যে পড়তে হয়েছে পৌরবাসীকে। বন্যায় ক্ষতিগ্রস্থ চারশত পরিবারের মাঝে পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিঞা, উপজেলা আ’লীগের সহ সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ প্রমুখ। এ সময় পৌর কাউন্সিলর সহ আ’লীগের ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন।