মঙ্গলবার ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:

ব্যাটিং ব্যর্থতায় আবারও হারল ধোনির চেন্নাই

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

একের পর এক হার হজম করতে হচ্ছে ধোনির চেন্নাই সুপার কিংসের। ব্যাটিংয়ের কারণেই বারবার হারছে দলটি। ধীরগতির ব্যাটিংয়ে কারণেই মূলত এই হার হজম করতে হচ্ছে ধোনির দলকে।

দুবাইয়ে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে লড়াইটাও করতে পারল না চেন্নাই। ৩৭ রানের সহজ জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। ৬ ম্যাচে চতুর্থ জয় এটি তাদের। আর ৭ ম্যাচে ধোনির দল পেয়েছে পঞ্চম হারের স্বাদ।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনই ম্যাচে ছিল না চেন্নাই। ১০০ পার করতেই ১৬ ওভার কাটিয়ে দেয় তারা। হারিয়ে ফেলে ৪ উইকেট। ১৬তম ওভারের শেষ বলে ব্যর্থতার পরিচয় দিয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। করেন ৬ বলে ১০ রান।

অধিনায়কের এই ব্যর্থতা যেন পুরো দলেরই প্রতিচ্ছবি। তিন নম্বরে নামা আম্বাতি রাইডু একটা প্রান্ত ধরে ১৮ ওভার পর্যন্ত গেছেন। তবে তার ৪০ বলে ৪২ রানের ইনিংসটি কেবল নিজের কাজেই লেগেছে, দলের কোন উপকার হয়নি। চেন্নাই শেষ পর্যন্ত থেমেছে ৮ উইকেটে ১৩২ রানে।

ব্যাঙ্গালুরুর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রিস মরিস। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন এই পেসার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বেশ চাপেই পড়ে গিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চেন্নাই সুপার কিংসের বোলাররা একদমই হাত খুলে খেলতে দিচ্ছিলেন না ব্যাঙ্গালুরু ব্যাটসম্যানদের।

শেষ পর্যন্ত সেই চাপ কাটিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তার দায়িত্বশীল এক ইনিংসেই ৪ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে দলটি।

 

প্রথম ১০ ওভারে ১ উইকেট হারালেও মোটে ৬৫ রান তুলতে পারে ব্যাঙ্গালুরু। সেই দলটিই শেষ ১০ ওভারে যোগ করেছে ১০৪ রান। তার পুরো কৃতিত্বই বলতে গেলে কোহলির।

ব্যাঙ্গালুরু অধিনায়ক ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯০ রানে। ৫২ রানের ঝড়ো ইনিংসটি ডানহাতি এই ব্যাটসম্যান সাজিয়েছেন ৪টি করে চার-ছক্কায়। তার সঙ্গে শেষদিকে নেমে ১৪ বলে ২ চার আর ১ ছক্কায় ২২ রানের ইনিংস খেলেন শিভাম দুবে।

এছাড়া ওপেনার দেবদূত পাডিক্কেল হাত খুলে খেলতে না পারলেও প্রথম ১০ ওভারে দলের উইকেট ধরে রেখেছিলেন। ৩৪ বলে ৩৩ রান করেন বাঁহাতি এই ওপেনার।

চেন্নাইয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল শার্দুল ঠাকুর। তবে ৪ ওভারে ২ উইকেট নিলেও ৪০ রান খরচ করেছেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার আর স্যাম কুরান।

এই বিভাগের আরও খবর

৬ জুন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দেবে আল হিলাল!

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ৩০ জুন থেকে ফ্রি এজেন্ট লিওনেল মেসি। এর আগেই তার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। বার্সেলোনা

‘কসোভো সার্বিয়ার হৃদয়’ লিখে ফ্রেঞ্চ ওপেনে বিতর্কে জড়ালেন জোকোভিচ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে কসোভো স্বাধীন এলাকা হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে এই অঞ্চল নিয়ে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান। সম্প্রতি কসোভোয় আলবেনিয়ান

বাংলাদেশে আসার ঘোষণা দিয়ে মার্তিনেজ বললেন, ‘আমি তোমাদের ভালোবাসি’

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে আসবেন—এ খবর আগেই জানা গিয়েছিল। বাংলাদেশে আসার বিষয়টি আজ মার্তিনেজ নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। আগামী

২৬ ক্রিকেটারের ‘প্রি-সিরিজ ক্যাম্পে’ নেই মাহমুদউল্লাহ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে স্পিনারদের ভিড়। জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের ‘ভ্যারিয়েশন ক্যাম্প’ চলছে সেখানে। আর ইনডোরে ব্যাটসম্যান-বোলারদের নিয়ে

মেসিকে অধিনায়কের আর্মব্যান্ড দিতে চায় বার্সেলোনা!

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  আগামী মাসে পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নতুন গন্তব্য নিয়ে এখনও ফিসফাস চলছে। আর্থিক সংকটের বাধা সত্ত্বেও

পদত্যাগের সিদ্ধান্তে অনড় সাফজয়ী কোচ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের কোচের পদে আর থাকতে চাইছেন না গোলাম রব্বানী ছোটন। এরই মধ্যে সেই কথা সহকর্মীদের মাধ্যমে বাফুফেকে জানিয়ে

%d bloggers like this: