রাজশাহী নিউজ টুডে:
রামেক হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর অসুস্থতার খোজ নিলেন ডাবলু সরকার । গতকাল মঙ্গলবার রাত ১০ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪৫ নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চিকিৎসাধীন আছেন।
তাঁর শারীরিক অসুস্থতার চিকিৎসক ও পরিবারের কাছে খোজ খবর নেন এবং তিনি হাসপাতালের ডাক্তারদের
ঠিকমত খেয়াল রাখবার ও তাঁর আশু রোগমুক্তি সুস্থতা কামনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক আরেফিন পারভেজ বন্ধন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (ইচিব) এর সাধারণ সম্পাদক মনম দাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড স্বেচ্ছাসেবী ইউনিটের শুভ ও ফজলে রাব্বি প্রমুখ।
পরে রাত ১০ টা ৩০ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন হাসপাতালের ৪০১ নং কেবিনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাহ মখদুম থানা কৃষক লীগের সহ-সভাপতি কে.এম. সানজিদ আল হাসান চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার খোজ খবর নিয়ে থাকেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।