নিজস্ব প্রতিবেদক:
“শিশুর সাথে শিশুর তরে – বিশ্ব গড়ি নতুন করে ” স্লোগানে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ, ২০২০ সারা দেশে পালিত হচ্ছে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ১১ অক্টোবর সকালে নগরীর তেরখাদিয়া এলাকায় রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো)’র উদ্যোগে ও উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)’র সহযোগিতায় শিশু শিক্ষার্থীদের মাঝে কলম খাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের নির্বাহী কমিটির সদস্য ও লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন। রুডো’র নির্বাহী পরিচালক সোহাগ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র সভাপতি ও তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত কাদির, বৃষ্টি নারী কল্যাণ সংস্থা’র সভানেত্রী লুৎফুন নাহার, লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, রুডো’র কোষাধ্যক্ষ আব্দুল খালেক।
অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, আজকের শিশুরা আগামী দিনের নতুন দিগন্ত উম্মোচন করবে। শিশুরা আগামীর ভবিষ্যত। শিশুদের প্রতি সকলের সহনশীল আচরন করার আহবান জানান তিনি। বর্তমান পরিবেশ শিশু বান্ধব নয় উল্লেখ করে শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে সামাজিক ভাবে আরও সচেতন হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে অতিথি
বৃন্দ বলেন শিশু অধিকার সপ্তাহ পালন তখনই স্বার্থকতা পাবে যখন সকল শিশু তার চলার পথে বাধাহীন ভাবে চলতে পারবে বলে উল্লেখ করেন।
বর্তমান পরিবেশে শিশু সস্তানদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকগণ। বিশেষ করে কন্যা শিশুদের ব্যপারে সবাই চিন্তিত। আজকের শিশু অধিকার সপ্তাহ যেন দিন হিসেবে নয় শিশুদের অধিকার নিরাপত্তা নিশ্চিতে সমাজকে সচেতন করতে পারে এই আশা করি। শিশু অধিকার রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে লফস এর প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এ্যাসিসটেন্ট সুলতানা রিজিয়া, রুডো’র প্রোগ্রাম অফিসার তামান্না ইসলাম, রুডো ইয়ূথ প্রুপের সভাপতি সাবিত্রি হেমব্রম সহ শিশু ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান স্বাস্থ্য বিধি মেনে সকল শিশুকে লফস এর পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়।