নিজস্ব প্রতিবেদক:
‘তুলা একটি বিশ্বের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আঁশ’ প্রতিপাদ্যে দ্বিতীয় বারের মতো সারাবিশ্বে বিশ্ব তুলা দিবস-২০২০ পালিত হচ্ছে আজ। প্রথম দিবসটি ২০১৯ সালের ৭ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় পালিত হয়েছিল। মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত না হলেও বিভিন্ন দেশ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করছে। বাংলাদেশে এবার প্রথম বারের মতো তুলা উন্নয়ন বোর্ড দিবসটি উদযাপন করতে যাচ্ছে।
বিশ্ব তুলা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৭ অক্টোবর) সকাল ১০ টায় রাজশাহী সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী তুলা উন্নয়ন বোর্ড’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তুলা চাষের উপরে জোর দেওয়া হয়।
দিবস উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোজাদ্দীদ আল শামিম, তুলা উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শামিমা নাসরিন, সাবিয়া রোকশানা, চারঘাটের কটন ইউনিট অফিসার আবদুল গফুর, আশরাফুল আলম ভূইয়া, বসন্তপুরের কটন ইউনিট অফিসার লতিফুল বারি, আমনুরা কটন ইউনিটের সহকারী জয়নাল আবেদিন, আড়ানী কটন ইউনিট সহকারী হোসেন আলী ও হোসেন আলী (২), জাগিরপাড়া কটন ইউনিট সহকারী কাইসার আলী প্রমুখ।