অনলাইন
বিজয় ঝড়ে বিনা উইকেটে আবাহনীর বিজয়ের হাসি
আবাহনী লিমিটেডের সামনে লক্ষ্যটা বড় ছিল না, ১২৮ রানের। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ব্যাটাররা তো অবদান রাখতে পারলেনই না, বোলারদের পারফরম্যান্সও নখদন্তহীন। সাতজন বোলার মিলেও এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈমের উদ্বোধনী জুটিই ভাঙতে পারলো না!
বিজয় রয়েসয়ে খেলেননি। ২০তম ওভারেই আবাহনীকে জয় এনে দেন। ২২ গজে ৬৩ বল খেলে ৭ চার ও ৫ ছয়ে ৮০ রানে অপরাজিত ছিলেন তিনি। আরেক ওপেনার নাঈমকে হাফ সেঞ্চুরি করার সুযোগই দিলেন না বিজয়। তার আগেই দল পৌঁছে যায় লক্ষ্যে। ৫২ বলে ৫ চার ও ১ ছয়ে ৪৩ রানে অপরাজিত ছিলেন নাঈম। ১৯.১ ওভারে বিনা উইকেটে ১৩১ রান করে আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জিতেছে তারা। ১০ পয়েন্ট নিয়ে উঠে গেছে শীর্ষে। সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও তিনে লিজেন্ডস অব রূপগঞ্জ।
আগে ব্যাট করতে নেমে রূপগঞ্জ ৭ রানে প্রথম উইকেট হারায়। এরপর ইমরান উজ্জামান ও মুমিনুল হক ২৪ রান যোগ করেন। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। আগের চার ম্যাচে তিন হাফ সেঞ্চুরি করা মুমিনুল মাত্র ১৩ রানে বিদায় নেন। ইনিংস সেরা ৩৩ রান করেন অধিনায়ক নাঈম ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে অঙ্কিত বাওনের ব্যাটে।
৩৭.২ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। আবাহনীর পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন তানভীর ইসলাম। দুটি করে পান মোহাম্মদ সাইফউদ্দিন, রকিবুল হাসান ও তানজিম হাসান সাকিব।
প্রত্যাশিতভাবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে বিজয়ের হাতে।