নিজস্ব প্রতিবেদক:
বিএমডিএ’র সেবা গ্রহিতাদের সাথে প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) মোহনপুর জোন, রাজশাহী দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।
গণশুনানীতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে কর্মরত নির্বাহী প্রকৌশলী এ.টি.এম. মাহফুজুর রহমান, বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জিএফএম হাসনুল ইসলাম ফারুক । গণশুনানীতে সভাপতিত্ব করেন, রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খান।
এ.টি.এম মাহফুজুর রহমান বলেন করণা পরিস্থিতিতে যেভাবে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ সাধারণ জনগণের পাশে করোনা পরিস্থিতিতে তারা গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন এবং আগামী দিনে তারা তাদের সেবার মান অব্যাহত রাখবেন।
গণশুনানীতে মোহনপুর জোনের সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারী এবং সেবা গ্রহিতাগণ অংশগ্রহন করেন।#