করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসায় চিকিৎসা নিচ্ছেন। অক্সিজেন সঞ্চালনের মাত্রা স্বাভাবিক থাকায় চিকিৎসকেরা তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বিএনপি মহাসচিব। শনিবার করোনায় আক্রান্ত হওয়ার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে যান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী জানান, তার (মির্জা ফখরুল) শরীর অনেক দুর্বল। বাসায় আছেন। চিকিৎসকদের পরামর্শে ওষুধ সেবন করছেন।