বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় নওটিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক (১৪) ছাত্রীকে অপহরণের অভিযোগে সম্রাট আলী ওরুফে সমেল সহ ৫ জন যুবক অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পীরগাছা কেন্দ্রীয় ঈদগাহ কাছ থেকে ঐ স্কুল ছাত্রীকে অপহরণ করে সম্রাট সহ আরোও ৪-৫ জন।
এ ঘটনায় অপহণ ছাত্রীর পিতা বখাটে সম্রাট সহ ৫ জনের বিরুদ্ধে বুধবার রাতে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অপহরণকারী সম্রাট বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর খাঁ পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটক করতে পারেনি। অভিযোগ সূত্র মতে বিকাল সাড়ে ৩ টায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পীরগাছা কেন্দ্রীয় ঈদগাহ মোড় থেকে ঐ স্কুল ছাত্রীকে বখাটে সম্রাট আলী ওরুফে সমেল বিভিন্ন প্রকার প্রলোভন এবং কু-প্রস্তাবসহ বিভিন্ন ভাবে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো।
পারিবারিকভাবে নিষেধ করেও কাজ হয়নি। বরং এতে ক্ষিপ্ত হয়ে সম্রাট আলী ওরুফে সমেল ঘটনার দিন পুরু পরিকল্পনা অনুযায়ী সহযোগীসহ ছাত্রীকে অপহরণ করে। বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, লিখিত একটি অপহরনের অভিযোগ পেয়েছি অপহণ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।