বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় এক কেজি গাঁজাসহ আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার হাজামপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুস সালামের বাড়ি পার্শ্ববর্তী চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, মিয়াপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুস সালাম (৩২) রবিবার বিকেল ৪ ঘটিকার সময় বাঘার হাজামপাড়া এলাকা থেকে একটি ব্যাগের মধ্যে করে গাঁজা নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাঘা বাসটার্মিনালে আসছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আব্দুস সালামকে অভিযুক্ত করে একটি মামলা রেকর্ড করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হবে।