বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সভাপতি এবং মোহনগঞ্জ ডিগ্রি কলেজের প্রধান অফিস সহায়ক আলতাফ মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অপ-প্রচারের অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে আলতাফ মন্ডলের সাথে জনৈক আর্মড পুলিশ সদস্য ফিরোজ আহম্মেদ এর ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। মোবাইল ফোনে বাগমারা
থানা পুলিশকে খবর দেয়া হলে ওসি আতাউর রহমান উপস্থিত লোক জনের নিকট জেনে-শুনে ফিরোজ
আহম্মেদকে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নিকট সোপর্দ করেন। আর্মড পুলিশ সদস্য ফিরোজ আহম্মেদ নিজের ভুল বুঝতে পেরে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে উভয়ের সম্মতিতে থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি করা হয়। এ সংক্রান্ত নথি বাগমারা
থানা পুলিশের নিকট সংরক্ষিত। কিন্তু একটি কুচক্রী মহল বিষয়টি ভিন্নখাতে প্রভাহিত করে, ওই পুলিশ সদস্যের সঙ্গে থাকা স্ত্রীকে জড়িয়ে, নানা কাল্পনিক, অসত্য, মানহানিকর তথ্য উপস্থাপন করেন দু-একজন সাংবাদিকের মাধ্যমে। মিথ্যা সংবাদ প্রচার করায় রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘রাজশাহী সময়’র সম্পাদক মাসুদ রানা রাব্বানী এবং প্রতিবেদকের বিরুদ্ধে আইসিটি আইনের ধারায় গত ২৭ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দায়ের
করেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ মন্ডল। মামলাটি তদন্তনাধীন। উল্লেখ, বাগমারা থেকে ভূয়া, চাঁদাবাজ সাংবাদিকদের তাড়াতে এবং পুলিশে ধরিয়ে দিতে আলতাফ মন্ডল অগ্রণী ভূমিকা রাখেন।
বাগমারা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে বাগমারা প্রেসক্লাবে কর্মরত পেশাদার সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছে এবং লাগাতার কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিবেদক এবং অনলাইন নিউজ পোর্টাল ‘রাজশাহী সময়’ মোহনগঞ্জ ডিগ্র কলেজের অধ্যক্ষ
আব্দুল লতিফ তরফদার এর উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন, তা মিথ্যা অসত্য, বানোয়াট বলে দাবী করেন আলতাফ মন্ডল। শুক্রবার (২ অক্টোবর) মোহনগঞ্জ ডিগ্র কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ তরফদারের নিকট তাঁর
প্রদানকৃত বক্তব্য সমন্ধে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান, এ সমন্ধে আমি কোথাও বা কাহারো কাছে কোনো বক্তব্য প্রদান করিনি। আমার সাথে যোগাযোগ না করে কেউ যদি আমার বক্তব্য প্রচার বা ছেপে থাকে তাহলে তার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অপর প্রশ্নে যদি কোন সাংবাদিক আপনার বক্তব্যের ভিডিও বা অডিও ক্লিপ দেখাতে পারেন? তাহলে তার জবাবে বলেন, প্রশ্নই ওঠে না। এ ধরণের মিথ্যা অপ-প্রচারকারীদের বিরুদ্ধে আইসিটি