বাগমারা প্রতিনিধি
শুক্রবার ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস। এ উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাগমারার সহযোগিতায় ও পিচ এ্যামবাসেডর গ্রুপ(পিএফজি)’র উদ্যোগে শুক্রবার বেলা এগারোটায়
ভবানীগঞ্জ নিউমার্কেট চত্তরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাগমারার কো-অর্ডিনেটর সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্সের সভাপতিত্বে ও পিএফজি মেম্বার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠিত
মানববন্ধনে বক্তব্য রাখেন পিএফজি মেম্বার উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মেজবাহুল হক দুলু, বাগমারা
প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, সাধারনসম্পাদক হেলাল উদ্দিন, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, আওয়ামীলীগ নেত্রী হিরা খাতুন, ছাত্রলীগ নেতা সান্টু, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক
মুকুল বোস, ভবানীগঞ্জ বাজার রৌশনী হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টের মালিক কাউসার আলী সহ ব্যবসায়ী আব্দুস সামাদ, সাইদুর রহমান প্রমূখ।