বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৪ টায় ইউনিয়নের খালগ্রাম বাজারে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে ইউনিয়ন আ’লীগের সভাপতি, চেয়ারম্যান সরদার জান মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকেন্দার আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের শ্রম সম্পাদক মকবুল হোসেন, আউচপাড়া ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইচাহাক আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মুনসুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান হারেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সজল, আউচপাড়া ইউনিয়ন আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সোহরাওয়াদ্দি, ইউপি সদস্য আবুল হোসেন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আয়ুব আলী, আ’লীগ নেতা কাজিমুদ্দীন মৃধা, আব্দুস সাত্তার সহ আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।