অনলাইন ডেস্ক:
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কঠিন শর্ত মেনে দেশটিতে সফর করতে রাজি নয় বাংলাদেশ। কোয়ারেন্টাইন শর্তাবলী নিয়ে বিসিবির আপত্তির পর দুসপ্তাহ পেরিয়ে রোববার নতুন গাইডলাইন পাঠায় আয়োজক দেশের বোর্ড। সেখানেও সফরকারী দলের খেলোয়াড়দের ১৪ দিনের কোয়ারেন্টাইন শিথিল না করায় টাইগারদের লঙ্কায় পাঠাচ্ছে না বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার জানিয়েছেন, সিরিজ স্থগিত হলেও চলবে জাতীয় দলের ক্যাম্প। প্রাথমিক দলের ২৭ ক্রিকেটার নিজেদের মধ্যে খেলবে কয়েকটি প্রস্তুতি ম্যাচ। জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে ক্যাম্পের পরপরই হবে একটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট।
করোনাভাইরাসের কারণে মার্চ থেকে বন্ধ মাঠের খেলা। মাঝে স্থগিত হয়েছে টাইগারদের বেশ কয়েকটি সিরিজ। দীর্ঘ করোনা বিরতি কাটিয়ে অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ফেরার কথা ছিল বাংলাদেশের।