রাজশাহী নিউজ টুডে:
রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্ধারিত স্থানে স্থাপন ও কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপনে স্থান বরাদ্দের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি পেশ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
আজ বুধবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এর কাছে এই দাবি পেশ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও নেতৃবৃন্দ।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মাহাফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, আসাদুজ্জামান আজাদ, যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সদস্য হাবিবুর রহমান বাবু, রবিউল ইসলাম রবি, হাবিবুল্লাহ ডালার, মকিতুজ্জামান জুরাত, এনামুল হক কলিন্স, মুসফিকুর রহমান হাসনাত, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খীচ্চু, নগর শ্রমিক লীগের সভাপতি বদরুজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন। এছাড়া ও আরো উপস্থিত ছিলেন থানা ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ দ্রুত স্থান বরাদ্দের বিষয়ে চেয়ারম্যান এর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন মাননীয় মেয়র ও সদর আসনের মাননীয় সংসদ সদস্য এর সাথে আলোচনা করে দ্রুততম সময়ে জায়গা নিধারণের সমাধান করবেন বলে অশ্বস্থ করেন।