রাজশাহী নিউজ টুডে ডেস্ক;
ফেনীতে লেভেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে ট্রেনের ধাক্কায় তিনজনের প্রাণ গেছে, আহত হয়েছেন অন্তত ১২ জন।
রোববার ভোরে ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদ বিন খালিদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেনটি ফতেহপুর রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামগামী এনআর ট্রাভেলস এর একটি বাস সামনে পড়ে। ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় ১৩ জনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে আরো এক বাসযাত্রীর মৃত্যু হয় বলে জানান রাশেদ বিন খালিদ।