অনলাইন ডেস্ক:
ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন উপজেলার ১০ বীরাঙ্গনাকে ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। ঢাকার নারীপক্ষ নামে একটি সংগঠন মঙ্গলবার দুপুরে বন্যা পরবর্তী জনপ্রতি ৮ হাজার করে ১০ জনকে ৮০ হাজার টাকা দেয়। অনুদানের এসব টাকা তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এটিএম রবিউল করিম রবি।
অনুদানপ্রাপ্ত বীরাঙ্গনারা হলেন সুরবালা সিং (ফুলপুর), শহর বানু (ফুলপুর), সুফিয়া খাতুন (ফুলপুর), হালিমা খাতুন (ফুলপুর), ময়মনা খাতুন (ফুলপুর), জেলেকা খাতুন (ধোবাউড়া), সখিনা খাতুন (ধোবাউড়া), আমেনা খাতুন (ধোবাউড়া), পয়রবী খাতুন (হালুয়াঘাট) ও রুমেছা খাতুন দুখু (হালুয়াঘাট)। তাদের মধ্যে ময়মনা, রুমেছা ও পয়রবী সরকারি স্বীকৃতিপ্রাপ্ত (গেজেটভুক্ত) আর বাকিরা এখনো স্বীকৃতির অপেক্ষায়।