ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবায় অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ভারতের গ্র্যান্ডমাস্টার সোয়মাস মিশ্রর সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। এর আগের দিন পর্যন্ত ফাহাদ পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে ছিলেন।
আজ (বৃহস্পতিবার) সপ্তম ও অষ্টম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার ত্রান মিনহ্ থাংয়ের কাছে হেরে যান।
বিকালে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার লেবোক এরিক জুনিয়রের সঙ্গে ড্র করেন।
আগামীকাল (শুক্রবার) নবম বা শেষ রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ লড়বেন ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ত্রান তুয়ান মিনহ্ এর সঙ্গে ।