মঙ্গলবার ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:

প্রেসিডেন্টস কাপের খেলা দেখা যাবে ফেসবুকে

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসুবকে লাইভ দেখা যাবে তিন দলের প্রেসিডেন্টস কাপের খেলা। এছাড়া বাংলাদেশ বেতারে টুর্নামেন্টের খেলাগুলোর ধারাবিবরণী শোনা যাবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

মহামারী করোনাভাইরাসের কারণে মার্চে বন্ধ হয়ে যায় খেলাধুলা। ছয় মাস পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট।

আগামীকাল রোববার থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে। ম্যাচগুলো দিবারাত্রিতে অনুষ্ঠিত হবে। প্রত্যেক ম্যাচের জন্য রির্জাভ ডে রাখা হয়েছে।

টুর্নামেন্টে তিনটি দল একে-অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। ডাবল লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে।

এ তিন দলের টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। অন্য দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত।

৫০ ওভারের এই প্রেসিডেন্টস কাপে অংশ নেবেন- জাতীয় দল, হাই-পারফরম্যান্স দল এবং আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া দলের খেলোয়াড়রা।

করোনাকালীন খেলা হওয়ায় ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ, ম্যাচ অফিসিয়াল এবং গ্রাউন্ডসম্যানদের জৈব-সুরক্ষা পরিবেশে নেয়া হবে।

প্রেসিডেন্টস কাপে যারা খেলবেন-

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদি হাসান রানা।

মাহমুদুল্লাহ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক সৌরভ, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান রুম্মন, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।

স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

এই বিভাগের আরও খবর

৬ জুন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দেবে আল হিলাল!

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ৩০ জুন থেকে ফ্রি এজেন্ট লিওনেল মেসি। এর আগেই তার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। বার্সেলোনা

‘কসোভো সার্বিয়ার হৃদয়’ লিখে ফ্রেঞ্চ ওপেনে বিতর্কে জড়ালেন জোকোভিচ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে কসোভো স্বাধীন এলাকা হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে এই অঞ্চল নিয়ে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান। সম্প্রতি কসোভোয় আলবেনিয়ান

বাংলাদেশে আসার ঘোষণা দিয়ে মার্তিনেজ বললেন, ‘আমি তোমাদের ভালোবাসি’

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে আসবেন—এ খবর আগেই জানা গিয়েছিল। বাংলাদেশে আসার বিষয়টি আজ মার্তিনেজ নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। আগামী

২৬ ক্রিকেটারের ‘প্রি-সিরিজ ক্যাম্পে’ নেই মাহমুদউল্লাহ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে স্পিনারদের ভিড়। জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের ‘ভ্যারিয়েশন ক্যাম্প’ চলছে সেখানে। আর ইনডোরে ব্যাটসম্যান-বোলারদের নিয়ে

মেসিকে অধিনায়কের আর্মব্যান্ড দিতে চায় বার্সেলোনা!

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  আগামী মাসে পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নতুন গন্তব্য নিয়ে এখনও ফিসফাস চলছে। আর্থিক সংকটের বাধা সত্ত্বেও

পদত্যাগের সিদ্ধান্তে অনড় সাফজয়ী কোচ

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন  বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের কোচের পদে আর থাকতে চাইছেন না গোলাম রব্বানী ছোটন। এরই মধ্যে সেই কথা সহকর্মীদের মাধ্যমে বাফুফেকে জানিয়ে

%d bloggers like this: