রাজশাহী প্রতিনিধি
উন্মুক্ত নিলামে বিক্রি হলো রাজশাহীর বাঘার একটি প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্র। উন্মুক্ত নিলামের জন্য মাইকিং করা হয়। এক দফা নিলাম পেছানোর পরে ওই বিদ্যালয়টি স্থানীয়রা কিনে নেন ২ লাখ ৩৯ হাজার ৯৯৮ টাকায়।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম শানাওয়ার হোসেন।
জানা গেছে, এবছর পদ্মার ভাঙনের কবলে পড়ে ৩৭ বছর আগের প্রতিষ্ঠিত লক্ষ¥ীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলীন হওয়ার অসঙ্কায় উন্মুক্ত ডাকে বিক্রি করা হয়। তবে বিদ্যালয়টি যেকোন সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এর আগে ১৯৮৭ সালে ৩৩ শতাংশ জমির উপর এই বিদ্যালয়টি নির্মাণ করা হয়। বিদ্যালয়টিতে প্রায় তিন হাজারের বেশি শিক্ষার্থী পড়া-শোনা করে।
জানা যায়, দ্বিতীয় দফায় বিদ্যালয়টি ১৯৯৮ সালে ৩৯ লাখ টাকা ব্যায়ে একতলা ও ২০১১ সালে ৪০ লাখ টাকা ব্যায়ে দোতলা ভবন নির্মাণ করা হয়। তবে নদী ভাঙ্গনের ফলে
কোনো উপায় না পেয়ে বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী ২ লাখ ৩৯ হাজার ৯৯৮ টাকায় বিক্রি করে দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান জানান, নিলাম ডাকে বিক্রি করা ভবনটি ভেঙে নিচ্ছেন ক্রেতা। আর প্রায় ১৬ গজ ভাঙলেই নদী গর্ভে চলে যাবে বিদ্যালয়টির জমিও|