নিজস্ব প্রতিবেদক
রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রকল্পের সহায়তা হিসেবে ১৯ নম্বর ওয়ার্ড মল্লিকা ক্লাস্টারের তত্বাবধানে মোবাইল ব্যাংকিং প্রত্যেক গ্রান্ডদের মাঝে একাউন্ট খোলা বিষয়ে মতবিনিময় হয়।
সভায় কমিউনিটি অর্গানাইজার শিবলী রানী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব অসহায় প্রান্তিক পর্যায়ে সকল স্তরের জনগনের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করছেন। তার অংশহিসেবে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার মুখপাত্র হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সকল ওয়ার্ড বিভিন্ন উনয়ন প্রকল্প চালু রেখেছেন।
তারই ধারাবাহিকতায় মল্লিকা ক্লাস্টারের তত্বাবধানে ৬০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্যবসায়ীক সহায়তা, ২৭ জন শিক্ষানবিস সহায়তা, ১৪ জন শিক্ষা সহায়তা পাবেন। সহায়তা প্রাপ্ত সকলেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিজ নিজ একাউন্টে টাকা পাবেন। এজন্য কাউন্সিলর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতঙ্গতা জানান।
এসময় সকল সহায়তা প্রাপ্তসহ উপস্থিত ছিলেন, জেমি আক্তার, শিবলী, নুরুন্নাহার ছবি প্রমুখ।