নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগ রাজ-৩০৪২ সিবিএ এর পক্ষ থেকে কেক কাটা ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাদ জোহর মসজিদে দোয়া খায়ের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্বাবধায়ক প্রকৌশলী মো শামসুল হোদা, ড. মোঃ আবুল কাশেম, নির্বাহী প্রকৌশলী, মোঃ মাহফুজুর রহমান, মোঃ শিবির অাহম্মেদ, মোঃ জিন্নুরাইন খাঁন।
এসময় দেশরত্ন শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দোয়া করা হয় এবং তিনি যেন সুস্থ থাকে এবং দেশকে যেন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সে জন্য বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও কর্মচারী লীগের সভাপতি মোঃ মেসবাউল হক, সহঃ সভাপতি মোঃ হাসানুজ্জামান সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর,সাংগঠনিক সম্পাদক মোঃ রইজ উদ্দিন, অর্থ সম্পাদক জনাব মোঃ মামুন হোসেনসহ অন্যান্য নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন।