নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর কাটাখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় কাটাখালী পৌরঃ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
এসময় মেয়র আব্বাস আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে।তাঁর সৃষ্টিশীল চিন্তা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, অর্থনীতি, তথ্য-প্রযুক্তির আধুনিকায়ন, গ্রামীণ অবকাঠামা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যা সারা বিশ্বের কাছে এক অনন্য দৃষ্টান্ত। আগামীতেও যেন তার হাত ধরে দেশে সার্বিক উন্নয়ন হোক সেই জন্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করি সবসময়্
পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত শেষে কেক কাটা অনুষ্টিত হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম হয় তার। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত হন শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভকারী শেখ হাসিনা তৎকালীন ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন।