বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকেধারন কেরে যার পথচলা,বাঘা উপজেলার তরুণ প্রজন্মের আইকন, বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাঘা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ,জননেত্রী শেখ হাসিনার ভ্যান গার্ড, চারঘাট -বাঘা ৬ আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলমের আস্থাভাজন মোঃ মামুন হোসেন কে আগামী আসন্ন পৌর নির্বাচনে নৌকার মাঝি হিসাবে দেখতে চাই বাঘা পৌরবাসী।
দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে মামুন হোসেন বলেন, স্থানীয়ভাবে দলীয় ফোরামে আমার প্রার্থীতার বিষয়টি উত্থাপন করবো। নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতেই দলের কেন্দ্রীয় কমিটির কাছে তা উপস্থাপন করা হবে। আমি আশাবাদী যে নেতাকর্মীরা সম্মিলিতভাবেই আমাকে সমর্থন জানাবে। কারণ মূলদলসহ সব সহযোগী ও অঙ্গসংগঠন সমূহের সকল নেতাকর্মীর সাথেই আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। কারো সাথেই কোন প্রকার বৈরিতা নেই। এমনকি দলমত নির্বিশেষে উপজেলা ও পৌরসভার সকল মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সচরাচরই বিদ্যমান। যা অন্য অনেকের তুলনায় অনেকাংশে বেশিই বলে আমার বিশ্বাস। উর্দুভাষী-বাঙালি সবাই তা একবাক্যে স্বীকার করবেন।
তাই মনে করি একইভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও আমাকে মনোনয়ন দিবেন নৌকার মাঝি হিসেবে। কারণ তিনি দল ও দেশের সকল ক্ষেত্রে উদীয়মান ও তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর উপযুক্ত করে গড়ে তোলায় উদ্যোগ নিয়েছেন। তার এ প্রচেষ্টা ইতোমধ্যে মন্ত্রী পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে সফল হয়েছে। তিনি যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিজয় সুনিশ্চিত। কারণ ব্যক্তিগত ও রাজনৈতিক জনসম্পৃক্ততা, দলীয় নেতাকর্মীদের সমন্বিত প্রয়াস এবং উর্দুভাষী-বাঙালি উভয় জনগোষ্ঠীর সাথে আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে ভোট বিপ্লব ঘটানো সম্ভব হবে।
তাই বাঘা পৌরসভার মেয়র পদটি জনগণের ভোটের মাধ্যমে অধিগ্রহণ করে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মাফিক সঠিক জনসেবা ও উন্নয়ন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে প্রার্থী হতে চাই। বাঘাবাসীকে দিতে চাই আওয়ামী লীগ সরকারের সাফল্যের সর্বোচ্চ প্রাপ্তি। নিশ্চিত করতে চাই আগামী প্রজন্মের নিরাপদ ও মানসম্পন্ন ভবিষ্যৎ। এ শহরকে গড়ে তুলতে চাই প্রকৃত অর্থে উন্নত, আধুনিক ও শান্তি সমৃদ্ধির আবাসস্থল হিসাবে।