বুধবার ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পৌর নির্বাচনকে ঘিরে একটি দখলদার পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে: মেয়র আব্বাস

নিউজটি শেয়ার করুন

রাজশাহী নিউজ টুডে:

সম্প্রতি একটি সংবাদ সম্মেলনকে কেন্দ্রে করে রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলী বলেছেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে ঘিরে একটি দখলদার পক্ষ জামায়াত-বিএনপির মদদে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাকে হেনস্থা করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশন করছে। এতে পৌরবাসি বিভ্রান্ত হচ্ছেন। এসময় মেয়র চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তিনি সততা, নিষ্ঠা ও আদর্শের ওপর দাড়িয়ে গত ৫ বছর ধরে পৌরবাসির শতভাগ সেবা নিশ্চিত করে চলেছেন।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কাটাখালি পৌর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি বলেন, স্থানীয় এক ভূমিদস্যূ ও কতিপয় ব্যক্তি যারা জনগনের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করে আসছে তারাই এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাকে হেয় করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

 

আব্বাস বলেন, পৌরসভার কিছু মানুষ (জামায়াত-বিএনপি) ছাড়া তার বিরুদ্ধে সেবা নিয়ে কেউ কোনো অভিযোগ করলে আগামীতে পৌর নির্বাচন করবেন না। তিনি বলেন, পৌরসভার সর্ব মহলে তিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাকে কোনোভাবেই যখন মোকাবেলা করা যাচ্ছে না তখন একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে নির্বাচনকে সামনে রেখে নানা অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মিথ্যা অভিযোগ করছেন।

 

সংবাদ সম্মেলনে পৌরসভা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন কমিউনিটির লোকজন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ষড়ডন্ত্রকারীদের দারা ক্ষতিগ্রস্থ ভুক্তভোগিরা অংশ নিয়ে জোলালো কণ্ঠে মেয়র আব্বাসকে সমর্থন দিয়ে ষড়যন্ত্রকারীদের নানা অপকর্মের দলিল দস্তাবেজসহ জমি দখলের ফিরিস্থি তুলে ধরেন।

 

ভুক্তভোগীরা বলেন, স্থানীয় সাবেক এক চেয়ারম্যান আবদুল কুদ্দুস। তিনি এলাকাবাসীর সঙ্গে নানা ধরণের প্রতারণা করে এখন কোনঠাসা। মানুষের জমি দখল থেকে শুরু করে নানা অপকর্মে লিপ্ত। সেই কুদ্দুস চেয়ারম্যান এখন জনপ্রিয় মেয়র আব্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। জামায়াত-বিএনপির মদদে তিনি মেয়র আব্বাসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। স্থানীয় ভুক্তভোগীরা ভুমিদস্যু আবদুল কুদ্দুসের নানা অপকর্মের চিত্র তুলে ধরেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। তারা বলেন, আবদুল কুদ্দুসের কাজই হলো শন্তিপ্রিয় এলাকায় অশান্তি সৃস্টি করা। মানুষের জমি দখল করা। যাদের জমি দখল করেছেন এমন অন্তত ২০ জন ভুক্তভোগী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা কুদ্দুসের নির্যাতনে অতিষ্ঠ হয়ে দিশেহারা হয়ে পড়েছেন বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মেয়র আবাস ছাড়াও পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারি, ব্যবসায়ী মহল, শিক্ষক ও পৌর এলাকার বিভিন্ন সেক্টরের গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

স্থানীয় অধিবাসীরা জানান, এক সময় পৌর এলাকায় জামায়াত-শিবির ও বিএনপির ভয়াল অপকর্মে আতঙ্কে থাকতে হতো তাদের। ছোটখাটো বিষয় নিয়ে রূপ নিতে সংঘর্ষে। মারামারি-হট্টগোল ছিলো নিয়মিত ব্যাপার। তবে মেয়র আবাসের নেতৃত্বে এখন এ পৌর এলাকায় ফিরে এসেছে শন্তির সুবাতাশ। নির্বিঘ্নে মানুষ বসবাস করছেন। নতুন প্রজন্ম এখন ভুলে গেছে এখানকার জামায়াত-বিএনপির ত্রাসের রাজস্ব।

 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা ও মেয়র আব্বাস আলী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বলেন, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ প্রায় দেড় যুগ ছিলো জামায়াতের দখলে। এখন সে অবস্থার পরিবর্তন ঘটেছে। উন্নয়ন, অগ্রযাত্রা ও রাজনৈতিক সহবস্থান বিরাজ করছে এ পৌরসভা এলাকায়।

 

আব্বাস আলী বলেন, পৌরসভার মানুষ অনেক আশা-আকাঙ্খার জায়গা থেকে আমাকে নির্বাচিত করেছেন। ক্ষমতা গ্রহণের পর আমি তাদের আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটানোর চেষ্টা করে যাচ্ছি। এই পৌরসভা এখন জামায়াত-শিবির মুক্ত দাবি করে আব্বাস আলী বলেন, ভবিষ্যতে রাজশাহীতে উন্নয়নের মডেল পৌরসভা হিসেবে কাটাখালির নাম নেওয়া হবে। করোনাকালে তিনি সর্বাত্মকভাবে পৌরবাসীর পাশে দাড়িয়ে সবার মুখে হাসি ফুটিয়েছেন বলে জানান।

এই বিভাগের আরও খবর

প্রতি আসনে একজন করে রিটার্নিং অফিসার রাখার প্রস্তাব

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে প্রতি জেলায় একজন করে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। তবে এখন থেকে প্রতি আসনে একজন করে রিটার্নিং অফিসার

রাজস্ব বাড়াতে সহযোগিতার প্রস্তাব ইউএনডিপি’র

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন   জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে গত ২৩ মার্চ প্রস্তাব সংবলিত চিঠি পাঠিয়েছে ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন   আগামী ৪ এপ্রিল পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে রেল মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ মার্চ) এ তথ্য জানান রেলপথ

কূটকৌশল নয়, আলোচনা করতেই বিএনপিকে চিঠি: সিইসি

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন আলোচনার আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া চিঠির কোনও জবাব এখনও দেয়নি বিএনপি। তবে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির দুই দফায় সংলাপ

রমজানে আন্দোলনের ডাক দেওয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন অনলাইন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রমজান মাসে জনজীবনের পবিত্রতা ও শান্তিকে উপেক্ষা করে আন্দোলনের জন্য বিএনপির আহ্বানের সমালোচনা করে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহতদের অন্তত ৮ জন বাংলাদেশি

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন। জেদ্দা থেকে ৬০০ কিলোমিটার দূরে একটি বাসে করে যাওয়ার পথে