অনলাইন ডেস্ক:
মুম্বাই ইন্ডিয়ান্স বড় স্কোর করেছিল। কিন্তু সেই স্কোরটাকে আরো বড় বানিয়ে দেন তাদের ফাস্ট বোলাররা। ফলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৭ রানের বড় জয় পেয়েছে মুম্বাই।
আগে ব্যাট করা মুম্বাই ৪ উইকেটে ১৯৩ রান করে। কুইন্টন ডি কক ও রোহিত শর্মা ভালো শুরু করে দিয়েছিলেন। এরপর তিন নম্বরে সূর্যকুমার যাদব ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে রাজস্থান। তবে এক প্রান্তে ৭০ রান করে লড়াই করেন জশ বাটলার। তাদের গুঁড়িয়ে দেন বুমরাহরা। বুমরাহ নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
মুম্বাই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৯৩/৪ (সূর্যকুমার ৭৯, রোহিত ৩৫, পান্ডিয়া ৩০*, ডি কক ২৩; গোপাল ২/২৮)।রাজস্থান রয়্যালস: ১৮.১ ওভারে ১৩৬/১০ (বাটলার ৭০, আর্চার ২৪; বুমরাহ ৪/২৯, প্যাটিনসন ২/১৯, বোল্ট ২/২৬)।
ফল :মুম্বাই ইন্ডিয়ান্স ৫৭ রানে জয়ী