অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে স্থাপিত হচ্ছে ফিল্ম মিউজিয়াম। এরইমধ্যে শুরু হয়েছে এর সাজ সজ্জার কাজ। ঢাকাই সিনেমার শুরু থেকে এ পর্যন্ত দুর্লভ এবং ব্যবহৃত সব জিনিস রাখা হবে এই জাদুঘরে।
সংশ্লিষ্টরা বলছেন, চলচ্চিত্র গবেষণায় এই মিউজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৯৭৮ সালের ১৭ মে ধানমন্ডির একটি ভাড়া বাড়ি থেকে যাত্রা শুরু হয়েছিলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভের। ২০১৭ সালের জুলাই মাসে নিজস্ব ভবনে স্থানান্তিরত হয় এটি। যার দোতলায় অবস্থান ‘ফিল্ম মিউজিয়াম’ এর।
জাদুঘরে প্রবেশের মুখেই রয়েছে বাহারি সব যন্ত্রের প্রদর্শনী। রয়েছে রাজশাহীর উপহার সিনেমা হলের ৩৫ মিমি ফিল্ম প্রজেক্টর, ফিল্ম স্লাইড, ফিল্ম ব্লকসহ চলচ্চিত্র শিল্পের অনেক বিবর্তনের নিদর্শন।
রয়েছে আলমগীর কবীর, সুলতানা জামানের নানা ধরণের পুরস্কার। চলচ্চিত্র সম্পর্কিত নানা ধরণের প্রকাশনার কপি। পুরানো ক্যামেরা, ফিল্মের নেগেটিভ, এডিটিং মেশিন, ক্যামেরা স্ট্যান, লাইটসহ রয়েছে ফিল্ম জয়েনার।
গত ২৪ মে থেকে শুরু হয় এই মিউজিয়াম সাজানোর কাজ। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর জানান, ফিল্মের সাথে জড়িত বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এরই মধ্যে সংগ্রহ শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের দুর্লভ সব জিনিস। সাজ সজ্জার কাজ শেষে খুব শীঘ্রই উন্মুক্ত হবে ফিল্ম মিউজিয়াম।