বৃহস্পতিবার ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পাবজি মোবাইলের ইরাঙ্গেল ২.০ ভার্সনে নতুন ও রোমাঞ্চকর যা থাকছে

নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

পাবজি মোবাইল সবসময় গেমারদের একটি শক্তিশালী ও বাস্তবসম্মত যুদ্ধকৌশলের অভিজ্ঞতা দিয়ে থাকে। এর ভিত্তিতেই ব্র্যান্ডটি ক্রমাগতভাবেই নিউ ইন-গেম ইভেন্ট, ম্যাপস ও আপডেট নিয়ে আসছে, যা পাবজি মোবাইল অনুরাগীদের ক্ষেত্রে নতুন কৌশল প্রণয়ন এবং নিয়মিত বিভিন্ন সেটিংসের সাথে খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে নিজেদের দক্ষতাকে চ্যালেঞ্জ করতে পারে।

পাবজি মোবাইল ভার্সন ১.০ নিয়ে আসার সাথে সাথে প্লেয়ারদের সর্বাধিক বাস্তবসম্মত ও অসাধারণ গেমিংয়ের অভিজ্ঞতা নিয়ে এসেছে। উন্নত নান্দনিকতার মাধ্যমে পারস্পরিক ইন্টার অ্যাকশনগুলোর দক্ষতা অর্জন, নতুন ও রিমাস্টার ভার্সনটি বিশেষ করে সর্বাধিক জনপ্রিয় ইরাঙ্গেল মানচিত্রে একটি নিখুঁত ও সেরা যুদ্ধক্ষেত্রের পরিবেশ তৈরি করে।

ইরাঙ্গেল ২.০ ভার্সটি আপগ্রেড করার মাধ্যমে গেমটিতে চারটি প্রাথমিক উপাদান নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্র্যান্ড নিউ ম্যাপ ইলিমেন্টস, রিসোর্স পয়েন্টের বৃহৎ পরিবর্তন, পুনরায় ডিজাইনকৃত ভবন, একটি ক্লিনার ইউএক্স ও সংশোধিত ভিজ্যুয়াল।

 

নতুন ইরাঙ্গেল মানচিত্রটিতে বেশ কিছু গ্রাফিকের আপডেট নিয়ে আসা হয়েছে, যার মধ্যে রয়েছে, বিল্ডিং, ভূখণ্ড ও সামগ্রিক পরিবেশের আপডেট। নতুন এই আপডেটে মাটি, পানি ও আকাশকে আরো বাস্তবসম্মত ভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও গেমপ্লে অভিজ্ঞতা বাড়ানোর জন্য ‘আল্ট্রা এইচডি’ ফাংশনেও গেমাটি উপভোগ করা যাবে।

পাবজি মোবাইলের ১.০ ভার্সনের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হল, ক্লিন ও সিম্পল ইউএক্স। এই পরিবর্তনগুলোর মাধ্যমে অ্যাপটি চালু করার সাথে সাথে একজন প্লেয়ার নতুন অভিজ্ঞতা পেয়ে থাকে, সে অনুযায়ী একজন প্লেয়ার কোন ম্যাপ বা মোডে গেমটি খেলবে তা সিদ্ধান্ত নিতে পারে।

বিদ্যমান ফিচারগুলো আপগ্রেড করা ছাড়াও, পাবজি মোবাইল এখন যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের ফিচার অন্তর্ভুক্ত করেছে, যা প্লেয়ারদের নিজেদের রক্ষা করার পাশাপাশি তাদের প্রতিপক্ষের উপর আকস্মিক আক্রমণের পরিকল্পনা করতে ভুমিকা রাখে। পাবজি মোবাইলের ম্যাপের জনপ্রিয় ড্রপগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে।

ইরাঙ্গেল ২.০ ভার্সনে ভবনগুলোতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন দেখানো হয়েছে। এটি শুধুমাত্র আক্রমণ ও প্রতিরক্ষার অভিজ্ঞতাকেই  বাড়িয়ে তোলে না বরং প্লেয়ারদের নতুন কৌশল নিতে সাহায্য করে। পাবজি মোবাইলের কিছু ভবনের বেসমেন্ট যুক্ত করা হয়েছে যাতে প্লেয়াররা তাদের শত্রুদের কাছ থেকে লুকিয়ে থাকার পাশাপাশি আরো লুট সংগ্রহ করতে পারবে।

এটি পাবজি মোবাইল অনুরাগীদের জন্য একটি রোমাঞ্চকর বছর, যেখানে ভক্তরা নতুন অভিজ্ঞতা উপভোগ করতে পাচ্ছে। নতুন মানচিত্র, এবং সিজনের যাত্রার সাথে সাথে এটি সত্যিকার অর্থে একটি নতুন যুগের সূচনা।

এই বিভাগের আরও খবর

বড় ডিসপ্লে নিয়ে আসছে মটোরোলার ফোল্ডেবল ফোন

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন ডেস্ক মটোরোলার ‘ফোল্ডিং রেজর প্লাস’-এর এক্সটার্নাল ডিসপ্লে’র আকৃতি হবে তুলনামূলক বেশ বড়। সেইসঙ্গে একটি সাশ্রয়ী বাজেটের ফোল্ডিং ফোনও আসবে বাজারে। সম্প্রতি এমনটাই

ফেসবুক-গুগল কি বাংলাদেশে ডেটা সেন্টার তৈরি করবে?

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন পশ্চিমবঙ্গের কলকাতায় ডেটা সেন্টার তৈরি করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টেক জায়ান্ট গুগল। তার সুফল পাচ্ছেন ওই রাজ্যসহ ভারতের ইন্টারনেট ব্যবহারকারীরা। তুলনামূলক

ফেসবুক-টিকটকের কাছে সরকারের তথ্য চাওয়ার অনুরোধ বাড়ছে

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক ইত্যাদি ব্যবহারকারীদের বিষয়ে সরকারের ‘তথ্য চাওয়া এবং কনটেন্ট সরানো’র অনুরোধের সংখ্যা দিন দিন বাড়ছে। ফেসবুকের

বোট এলো বাংলাদেশে

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন ভারতের বৃহত্তম ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড বোট বাংলাদেশে এসেছে। এজন্য ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে ডিএক্স গ্রুপের সঙ্গে চুক্তি সই করেছে বোট। চুক্তি অনুযায়ী ডিএক্স

বিটিসিএলের কাজ মানেই জেডটিই, পেছনে কারা?

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন   দেশের মানুষকে আরও উন্নত টেলিযোগাযোগ সেবা দিতে ১৫ বছর আগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) যাত্রা করেছিল। কিন্তু দুর্নীতি ও ব্যাপক

আইসিটি ও টেলিকম খাতের জন্য হুয়াওয়ের মাসব্যাপী আয়োজন

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুনঅনলাইন হুয়াওয়ে বাংলাদেশের আইসিটি ও টেলিকম খাতের সহযোগীদের জন্য মাসব্যাপী সেমিনার ও কর্মশালার আয়োজন করছে। স্মার্ট বাংলাদেশের যাত্রাকে ত্বরান্বিত করতে গাইড টু দ্য

%d bloggers like this: