রাজশাহী নিউজ টুডে ডেস্ক
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে প্রীতি জিনতার কিংস ইলাভেন পাঞ্জাব।
২০২ রানের পাহাড় তাড়া করতে নেমে নিকোলাস পুরান ছাড়া হায়দরাবাদের বোলারদের সামনে পাঞ্জাবের আর কেউ দাঁড়াতে পারলেন না।
১৬.৫ ওভারে ১৩২ রান তুলতে গিয়েই অলআউট হয়ে যায় পাঞ্জাব। এই ১৩২ রানের মধ্যে ৭৭ রান একাই করেছেন ক্যারিবীয় ব্যাটসম্যান নিকোলাস পুরান।
৫টি বাউন্ডারি ও ৭ ছক্কার মারে ৩৭ বলে ৭৭ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন তিনি।
আর বাকি সবাই ক্রিজে এসেছেন আর গেছেন। পুরানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক রাহুল ও শিমরান সিং। তারা দুজনই করেন ১১ রান করে। মায়াঙ্ক আগরওয়াল ৯ ও ম্যাক্সওয়েল ৭ রান করে প্যাভিলিয়নে ফিরলে ম্যাচ হাতছাড়া হয়ে যায় পাঞ্জাবের।
সানরাইজার্সের রশিদ খানের ঘূর্ণি জাদুতে কুপোকাত হয়েছেন লোকেশ রাহুলের দল।
রশিদ খান ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি এই ম্যাচে ১ ওভার মেডেনও পেয়েছেন তিনি।
এছাড়া খলিল আহমেদ নটরাজন ২টি করে উইকেট নিয়েছেন। ভিষেক শর্মা নিয়েছেন ১ উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে চমৎকার সূচনা করেন সানরাইজার্স হায়দরাবাদ।
ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারেস্টোর উদ্বোধনী জুটি ১৫ ওভার খেলে ১৬০ রান তুলে।
৫৫ বলে ৭ বাউন্ডারি ও ৬টি ছক্কার মারে ৯৭ রানের ঝড় তুলে রবি বিষ্ণোইয়ের বলে আউট হন বেয়ারেস্টো।
তুলনামূলক মন্থর ছিল ওয়ার্নারের রানের চাকা। ৪০ বলে ৫২ রান করে আউট হন অসি তারকা।
কেন উইলিয়ামসন ১০ বলে অপরাজিত ২০ রান করলে ৬ উইকেট হারিয়ে ২০১ রানে গিয়ে থামে সানরাইজার্সের ইনিংস।