নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।
আজ রোববার (১১ অক্টোবর ২০২০) সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হন তাঁরা। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) মোঃ সাজিদ হোসেন।