নিজস্ব প্রতিবেদক:
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উৎসব উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে বাঙালি জাতির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশী ও ভারতীয় শিল্পীদের অংশগ্রহণে ‘ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম ।
বিশেষ অতিথি রাজশাহী রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ, সদ্য ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জয়দেব কুমার ভদ্র, বিপিএম , রাজশাহী রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
ভারতের দশরুপক নামক শিল্পগোষ্ঠী বিভিন্ন ধরনের জনপ্রিয় গান পরিবেশন করেন। গানের অনুষ্ঠান শেষে পুলিশ লাইনস ড্রিল শেড সংলগ্ন মাঠে আতশবাজি প্রজ্জলন করা হয়।

এর আগে, বিকাল ৪টায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উৎসব উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে বাঙালি জাতির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উৎসব উদযাপন উপলক্ষে ‘ বিশেষ আলোচনা সভা ‘ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (সদ্য ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জয়দেব কুমার ভদ্র, বিপিএম , রাজশাহীর সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার ও রাজশাহী জেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের আহবায়কমোঃ আবু বক্কর সিদ্দিক ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ।
এ সময় রাজশাহী রেঞ্জ, রাজশাহী রেঞ্জাধীন বিভিন্ন ইউনিট ও রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ ছিলেন ।
আলোচনা সভা শেষে বেলুনফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ান প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় ও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ।