নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক ও অন্যান্য সদস্যবৃন্দ নারী ও শিশু নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে এবং এর প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। সাম্প্রতিক সময়ে সিলেট এমসি কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জ, খাগড়াছড়ি ও মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারীর সম্ভ্রমহানী, নারী ও শিশুর উপর নারকীয় নির্যাতন ও সহিংসতার প্রতিকার চেয়ে আজ রোববার দুপুরে জেলা প্রশাসক জরুরী সভায় ব্যাস্ত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক এর নিকট এই স্মারকলিপি
প্রদান করেন তারা। এসময়ে রাজশাহী মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক অধ্যাপক ড. আখতার হোসেন, রাজাশাহী মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহীদ আলম, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি, নুরুন্নাহার, জান্নাতুন ফেরদৌসী, যুবনেতা লাল্টু, রাজশাহী বারের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী,
এ্যাডভোকেট আদিব ইমাম ও এ্যাডভোকেট সিফাত জেরিন তুলি উপস্থিত ছিলেন। তারা স্মারকিলিপি উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে সংঘটিত অধিকাংশ ঘৃন্য- বর্বরোচিত নারী ও শিশুর সম্ভ্রমহানী, এবং নির্যাতনের ও দুস্কর্মের সাথে সরকারী দলের নেতাকর্মীরা জড়িত। স্থানীয় প্রশাসন ও পুলিশও সময়মতো প্রয়োজীয় পদক্ষেপ গ্রহন করছে না। ফলে নির্যাতিতদের মধ্যে একধরনের ভীতিকর মানসিকতার সৃষ্টি হয়েছে। সেইসাথে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যও জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারন দাবী করেন এর মাধ্যমে। সেইসাথে নির্যাতন ও ধর্ষনের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার, বিশেষ ট্রাইবুনাল গঠন করে অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জোর দাবী জানান তারা।