অনলাইন ডেস্ক:
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল নোয়াখালীর বেগমগঞ্জে নারীর ওপর সংঘটিত বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ বর্বরতার সঙ্গে জড়িত সকল দুষ্কৃতকারীকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক বেশ কিছু ধর্ষণের ঘটনা নারী ও শিশুর সম্ভ্রম রক্ষা ও নিরাপত্তা ঘিরে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। সার্বিকভাবে এ অবস্থার প্রতিকার এখন সময়ের দাবি।