নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর মনিচত্তর এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে লোকনাথ স্কুল হয়ে রাজশাহী কলেজের সামনে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সদস্য ও সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন।
মিছিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুল হক মৃধা মোমিন,সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি,রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, মহানগর ছাত্রদলের সদস্য মশিউর রহমান,তানভির ইসলাম ফিরোজ সহ সিটি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার ৩২ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর রোববার (৪ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় মামলা করা হয়েছে। এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।