নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ব্যাবসায়ীর মোটর সাইকেল ছিনতায়, খোয়া গেছে নগদ ১লাখ টাকাসহ ২লাখ টাকার মোবাইল ফোন, সাথে ১০/১২টি এটিএম কার্ড। ঘটনাটি ঘটেছে আজ রাত ৮ টার সময় নাচোল উপজেলার কসবা ইউনিয়নের নাচোল-রহনপুর সড়কের আঝইর-কালইর গ্রামের মাঝ খানে। আহত মাসুদ (৪০) জানান, রাত ৮ টার সময় সে আঝইর বাজার থেকে কালইর বাজারের দিকে মোটর সাইকেল নিয়ে আসছিলেন, এসময় কয়েকজন দুস্কৃতিকারী তার পথরোধ করে বেধড়ক পেটাতে থাকে। এসময় তার পকেটে থাকা নগদ ১লাখ টাকা, ৯৫ হাজার টাকা মুল্যের ২টি টাচ মোবাইল ফোন, ১টি পালসার মোটর সাইকেল ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করেন। মাসুদের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে, পিতার নাম সাঈদ আলী। তার কালইর এলাকায় পোল্ট্রি মুরগীর ফার্ম রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে রয়েছি, রোগী অবস্থা সাভাবিক রয়েছে তবে ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।