নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চুরি হওয়া মোবাইল ফোন ১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। চুরির অভিযোগে ৩ মহিলাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার কালুপুর গ্রামের মোঃ ডালিমের স্ত্রী রওসন আরা বেগম(৩৫) ও একই গ্রামের মৃত আসাদুলের স্ত্রী জোসনা বেগম(৪০) এবং চৌডালা উদয়নগর গ্রামের আশরাফুলের স্ত্রী রোজিনা ওরফে রোজি(৪৫)।
নাচোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার দুপুরে নাচোল পৌর এলাকার গুঠইল মহলস্নার অবসরপ্রাপ্ত শিক্ষক ইয়াসিন আলীর ছেলে ইমতিয়াজের বাড়িতে প্রবেশ করে ঘরে রাখা একটি টার্চ মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় মহিলারা। এ ব্যাপারে ইমতিয়াজ নাচোল থানায় ১টি জিডি করেন। ওই মহিলারা আজ শনিবার একই কায়দায় দুপুর সাড়ে ১২টার দিকে নাচোল মাস্টার পাড়ার জাহিদুল ইসলাম এর বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকদের সাথে গল্পগুজব শুরু করে। এরই ফাঁকে জাহিদুলের ঘরে প্রবেশ করে ওয়ারড্রোবে রাখা ১৫ হাজার ১শ ১০টাকা চুরি করে পালিয়ে যাবার সময় পরিবারের সদস্যরা তাদের আটক করে নাচোল থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিলা পুলিশ দিয়ে ৩ জনের দেহ তল্লাশি করে ১৫হাজার ১শ’১০ টাকা উদ্ধার করে তাদেরকে থানায় নিয়ে আসেন। পরে মহিলা চোরদের বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইল স্টেটিও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি জানান, অটককৃত ৩ মহিলা পেশাদার চোর বলে জানিয়েছেন, তবে চুরির দায়ে তাদেরকে রবিবার জেলহাজতে পাঠানো হবে।