নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রতিস্রুতি মোতাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড এর অলি গলি নতুন সিসি পাকা রাস্তা ও ড্রেনের ঢালাই কাজ চলছে।
তারই ধারাবাহিকতায় নগরীর ১৩নং ওয়ার্ডের হেতেম খা বুন পুকুর এলাকার স্বপন , শামীম ,রুমী ,নজু ভাইয়ের বাড়ির গলির নতুন সিসি রাস্তা ও ড্রেনের ঢালাই কাজ চলমান রয়েছে।
সেই রাস্তা ও ড্রেনের কাজ পদির্শন করেছেন ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন। আজ শনিবার সকালে তিনি নবনির্মিত রাস্তা ও ড্রেনের কাজ পরিদর্শন করেন তিনি।