রাজশাহী নিউজ টুডে:
নগরীতে বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সদস্য প্রয়াত প্রকৌশলী সঞ্জয় বড়–য়া স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহীর সভাপতি জিএফএম হাসনুল ইসলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমডিএ রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বিএমডিএ রাজশাহীর সচিব (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হোদা, বিএমডিএ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি কামরুল আলম।
বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহীর সহসভাপতি নাইমুল হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহীর সাধারণ সম্পাদক রাহাত পারভেজ। পবিত্র কোরআন তেলওয়াত করেন বিএমডিএ সংগঠনের কোষাধ্যক্ষ মোজাফ্ফর হোসেন। ত্রিপিটক পাঠ করেন প্রত্যয় বড়–য়া।
উপস্থিত ছিলেন বিএমডিএ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শামসুল আলম, প্রয়াত সঞ্জয় বড়–য়ার স্ত্রী সুমি বড়–য়া ও দুই সন্তানসহ সংগঠনের সসদদস্যবৃন্দ।