নিজস্ব প্রতিবেদক
নগরীতে লায়ন্স ক্লাবের ৩১৫-এ২ এর উদ্যেগে বর্ণাঢ্য র্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অক্টোবর মাসের সেবা উপলক্ষে আজ শুক্রবার (২ অক্টোবর) নগরীর ফায়ার সার্ভিস মোড় থেকে র্যালী শুরু হয়ে লায়ন্স ক্লাব ভবনে এসে শেষ হয় র্যালী শেষে সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের লায়ন্স ক্লাবের সারা বছরের সকল সেবা কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে অক্টোবর মাসকে লায়ন্স ইন্টারন্যারন্যাশনাল সেবা মাস হিসেবে মূল্যায়িত করা হয়েছে।
তাই অক্টোব মাসে দুস্থ-অসহায় মানুষের মাঝে খাবার বিতরন, নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নানা প্রজাতি গাছের বৃক্ষরোপণ, বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা, ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা, ব্লাড গ্রুপিং, এতিম শিশুদের খাদ্য, পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ করার বিষয়ে আলোচনায় জানানো হয়।
লায়ন্স ক্লাবের জেলা সভাপতি লায়ন মোঃ কাওসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লায়ন্স জেলা ৩১৫ এ ২ এর সেকেন্ড ভাইস ডিসট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব।
এছাড়াও উপস্থিত ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, অক্টোবর সার্ভিস মাসের চেয়ারম্যান ইফতিয়ার মাহমুদ বাবু, মঞ্জুর রহমান খান, বীর প্রতিক সামসুল আলমসহ সকল লায়ন বৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক কার্যক্রমের সহযোগিতা করেন লিও ক্লাব অফ রাজশাহী মেট্রোপলিটন।